S D RUBEL

Sunday, October 31, 2010

BINDU

Name : BINDU
Actress & Model

রোজার ঈদে ২৭ আর কোরবানীর ঈদে ২৫, দুই ঈদে সব মিলিয়ে ৫২টি নাটকে অভিনয়। একজন অভিনেত্রীর জন্য এ এক বিশাল সাফল্য। আফসান আরা বিন্দুর ক্যারিয়ারে এখন এমনই সুসময় ভর করেছে। শুধু নাটকই নয়, অভিনয় করছেন নতুন ২টি ছবিতে । এছাড়াও একাধিক ছবিতে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে।

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৬ ইভেন্টের প্রথম রানার আপ বিন্দু
শুটিং নিয়ে ইদানিং এতোই ব্যস্ত যে, দম ফেলবার ফুরসত নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করার পর ইচ্ছে ছিল বিসিএস দিবেন। কিন্তু কাজের চাপে তা আর হলো কই! অভিনয়টাকে যেহেতু পেশা হিসেবে নিয়েছেন, তাই কাজের মাঝেই এখন খুঁজে নেন আনন্দ।

গত ঈদে বেশ কিছু নাটকে বিন্দুর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। যার মধ্যে মোহন খানের ‘পাত্র চাই না’, ‘ইফতেখার ফাহমীর ‘ব্রেকিং নিউজ’, হিমেল আশরাফের ‘প্রেমের নাম বেদনা’, ইদ্রিস হায়দারের ‘এবং হুমায়রা বেগম’, সৈয়দ জামিমের ‘টাকার বৃত্ত’, সেজুতি নাসিরের ‘প্রথম দেখা’ প্রভৃতি উল্লেখযোগ্য। রোজার ঈদে প্রচারিত বিভিন্ন নাটক সম্পর্কে বিন্দুর মন্তব্য জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, গত ঈদে বিভিন্ন চ্যানেলে সবমিলিয়ে আমার ২৭টি নাটক প্রচারিত হয়েছিলো। ঈদের দুই দিনের মধ্যেই আমার অন্তত ১২টি নাটক প্রচার
করা হয়। ঈদের দ্বিতীয় দিনতো একই সময়ে একসঙ্গে ৬টি টিভি চ্যানেলে আমার ৬টি নাটক প্রচারিত হচ্ছিল। একজন অভিনেত্রীকে একসঙ্গে এতোগুলো চরিত্রে দর্শক কীভাবে নিবে, তাই নিয়ে খুব টেনশনে ছিলাম । অবশ্য শেষপর্যন্ত আমাকে বিরূপ কোনো সমালোচনার মুখোমুখি হতে হয় নি। বরং কিছু কাজের বেশ প্রশংসা পেয়েছি। এজন্য আমি আনন্দিত।

এবারের ঈদে নিজের অভিনীত নাটক সম্পর্কে বিন্দু বললেন, গেল ঈ
দে হাসির নাটকে আমাকে বেশি দেখা গেছে। এবার হাসির পাশাপাশি সিরিয়াস গল্পের কিছু নাটকেও কাজ করছি। ব্যতিক্রমী কিছু চরিত্রেও আমাকে দেখা যাবে। আগের করা ৭টা নাটক এবার কোরবানীর ঈদে প্রচার হবে। ঈদে প্রচারের জন্য নতুন আরো ১৮টি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছি। প্রতিদিনই থাকছে শুটিং। এরই মধ্যে নাটকগুলোর ৭০ ভাগ কাজ হয়ে গেছে। আশা করছি, আমার অভিনয় এবারও দর্শকদের ভালো লাগবে। আসছে ঈদে কায়সার আহমেদের ‘তাল বেতাল’, মিলন ভট্টাচার্যের পরিচালনায় ‘ভালবাসার উল্টোপীঠ’, লুৎফুন নাহার মৌসুমীর ‘ছোটবেলা’ সহ পরিচালক কায়েস চৌধুরী, অরুণ চৌধুরী, মুহাম্মদ মুস্তফা কামাল রাজ, নইম ইমতিয়াজ নেয়ামূল ও ইফতেখার ফাহমী পরিচালিত নাটকে বিভিন্ন চরিত্রে বিন্দুকে দেখা যাবে।

একক নাটকের কাজ নিয়ে ব্যস্ততার কারণে বিন্দু ধারাবহিক নাটকে অভিনয় কম করছেন। অবশ্য একপর্বের নাটকে অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ প্রসঙ্গে বিন্দু বল
লেন, ধারাবাহিক নাটক আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ ধারাবাহিকে অভিনয় করলে একধরণের বাধ্যবাধকতার মধ্যে পড়ে যেতে হয়। তাছাড়া বেশিরভাগ ধারাবাহিকের ধরণ আমার গতানুগতিক মনে হয়। দীর্ঘসময় ধরে করা কাজটি যদি আলাদা কিছু না হয়, তাহলে সেটা করার উৎসাহ বোধ করি না। বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে বিন্দু অভিনয় করছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অরুণ চৌধুরী পরিচালিত ধারাবাহিক নাটক ‘লীলাবতী’-তে নাম ভূমিকায় তিনি অভিনয় করছেন। এটিএনবাংলা চ্যানেলে এটি প্রচার হচ্ছে। একুশে টিভিতে প্রচারিত মেগাসিরিয়াল ‘জহুর আলী জহুরী’ তে বিন্দুকে দেখা যাচ্ছে চুন্নি চরিত্রে।

লাক্স সুন্দীর বিন্দুর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। শতভাগ বানিজ্যিক ছবি পিএ কাজল পরিচালিত ‘পিরিতির দোকানদারি’-তেও তিনি ছিলেন বেশ মানানসই। খিজির হায়াত পরিচালিত ‘জাগো’ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করে বিন্দু প্রশং
সিত হন। বর্তমানে তিনি অংশ নিচ্ছেন ‘৬৯-পাতলা খান লেন’ ছবির শুটিংয়ে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাফায়েল আহমেদ। এ ছবিতেও তার বিপরীতে রয়েছেন ফেরদৌস। শাকিব খানের বিপরীতে বিন্দু অভিনয় করেছেন ‘এই তো প্রেম’ ছবিতে। সোহেল আরমান পরিচালিত এ ছবি বর্তমানে নির্মাণাধীন আছে। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বিন্দু বলেন, অভিনয়ের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। এটা আমার স্বপ্নের জায়গা। এই জগতে আমি ধীর পায়ে এগিয়ে যেতে চাই। কাজের প্রস্তাব পাচ্ছি, তবে একটু চিন্তা-ভাবনা করে আমি এখানে পথ চলতে চাই। একাধিক ছবিতে কাজ করার
ব্যাপারে কথাবার্তা চলছে, তবে এখনো কোনোটা চুড়ান্ত হয় নি।



রোজার ঈদে ২৭ আর কোরবানীর ঈদে ২৫, দুই ঈদে সব মিলিয়ে ৫২টি নাটকে অভিনয়। একজন অভিনেত্রীর জন্য এ এক বিশাল সাফল্য। আফসান আরা বিন্দুর ক্যারিয়ারে এখন এমনই সুসময় ভর করেছে। শুধু নাটকই নয়, অভিনয় করছেন নতুন ২টি ছবিতে । এছাড়াও একাধিক ছবিতে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে।

লাক্স চ্যানেল আই সুপার স্টার ২০০৬ ইভেন্টের প্রথম রানার আপ বিন্দু শুটিং নিয়ে ইদানিং এতোই ব্যস্ত যে, দম ফেলবার ফুরসত নেই। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে বিবিএ শেষ করার পর ইচ্ছে ছিল বিসিএস দিবেন। কিন্তু কাজের চাপে তা আর হলো কই! অভিনয়টাকে যেহেতু পেশা হিসেবে নিয়েছেন, তাই কাজের মাঝেই এখন খুঁজে নেন আনন্দ।

গত ঈদে বেশ কিছু নাটকে বিন্দুর অভিনয় প্রশংসিত হয়েছে দর্শকদের কাছে। যার মধ্যে মোহন খানের ‘পাত্র চাই না’, ‘ইফতেখার ফাহমীর ‘ব্রেকিং নিউজ’, হিমেল আশরাফের ‘প্রেমের নাম বেদনা’, ইদ্রিস হায়দারের ‘এবং হুমায়রা বেগম’, সৈয়দ জামিমের ‘টাকার বৃত্ত’, সেজুতি নাসিরের ‘প্রথম দেখা’ প্রভৃতি উল্লেখযোগ্য। রোজার ঈদে প্রচারিত বিভিন্ন নাটক সম্পর্কে বিন্দুর মন্তব্য জানতে চাইলে তিনি বাংলানিউজকে বলেন, গত ঈদে বিভিন্ন চ্যানেলে সবমিলিয়ে আমার ২৭টি নাটক প্রচারিত হয়েছিলো। ঈদের দুই দিনের মধ্যেই আমার অন্তত ১২টি নাটক প্রচার করা হয়। ঈদের দ্বিতীয় দিনতো একই সময়ে একসঙ্গে ৬টি টিভি চ্যানেলে আমার ৬টি নাটক প্রচারিত হচ্ছিল। একজন অভিনেত্রীকে একসঙ্গে এতোগুলো চরিত্রে দর্শক কীভাবে নিবে, তাই নিয়ে খুব টেনশনে ছিলাম । অবশ্য শেষপর্যন্ত আমাকে বিরূপ কোনো সমালোচনার মুখোমুখি হতে হয় নি। বরং কিছু কাজের বেশ প্রশংসা পেয়েছি। এজন্য আমি আনন্দিত।

এবারের ঈদে নিজের অভিনীত নাটক সম্পর্কে বিন্দু বললেন, গেল ঈদে হাসির নাটকে আমাকে বেশি দেখা গেছে। এবার হাসির পাশাপাশি সিরিয়াস গল্পের কিছু নাটকেও কাজ করছি। ব্যতিক্রমী কিছু চরিত্রেও আমাকে দেখা যাবে। আগের করা ৭টা নাটক এবার কোরবানীর ঈদে প্রচার হবে। ঈদে প্রচারের জন্য নতুন আরো ১৮টি নাটকের শুটিংয়ে অংশ নিচ্ছি। প্রতিদিনই থাকছে শুটিং। এরই মধ্যে নাটকগুলোর ৭০ ভাগ কাজ হয়ে গেছে। আশা করছি, আমার অভিনয় এবারও দর্শকদের ভালো লাগবে। আসছে ঈদে কায়সার আহমেদের ‘তাল বেতাল’, মিলন ভট্টাচার্যের পরিচালনায় ‘ভালবাসার উল্টোপীঠ’, লুৎফুন নাহার মৌসুমীর ‘ছোটবেলা’ সহ পরিচালক কায়েস চৌধুরী, অরুণ চৌধুরী, মুহাম্মদ মুস্তফা কামাল রাজ, নইম ইমতিয়াজ নেয়ামূল ও ইফতেখার ফাহমী পরিচালিত নাটকে বিভিন্ন চরিত্রে বিন্দুকে দেখা যাবে।

একক নাটকের কাজ নিয়ে ব্যস্ততার কারণে বিন্দু ধারাবহিক নাটকে অভিনয় কম করছেন। অবশ্য একপর্বের নাটকে অভিনয় করতেই তিনি বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। এ প্রসঙ্গে বিন্দু বললেন, ধারাবাহিক নাটক আমি একটু এড়িয়ে চলার চেষ্টা করি। কারণ ধারাবাহিকে অভিনয় করলে একধরণের বাধ্যবাধকতার মধ্যে পড়ে যেতে হয়। তাছাড়া বেশিরভাগ ধারাবাহিকের ধরণ আমার গতানুগতিক মনে হয়। দীর্ঘসময় ধরে করা কাজটি যদি আলাদা কিছু না হয়, তাহলে সেটা করার উৎসাহ বোধ করি না। বর্তমানে দুটি ধারাবাহিক নাটকে বিন্দু অভিনয় করছেন। হুমায়ূন আহমেদের উপন্যাস অবলম্বনে অরুণ চৌধুরী পরিচালিত ধারাবাহিক নাটক ‘লীলাবতী’-তে নাম ভূমিকায় তিনি অভিনয় করছেন। এটিএনবাংলা চ্যানেলে এটি প্রচার হচ্ছে। একুশে টিভিতে প্রচারিত মেগাসিরিয়াল ‘জহুর আলী জহুরী’ তে বিন্দুকে দেখা যাচ্ছে চুন্নি চরিত্রে।

লাক্স সুন্দীর বিন্দুর চলচ্চিত্রে অভিষেক হয়েছিল তৌকীর আহমেদ পরিচালিত ‘দারুচিনি দ্বীপ’-এর মাধ্যমে। শতভাগ বানিজ্যিক ছবি পিএ কাজল পরিচালিত ‘পিরিতির দোকানদারি’-তেও তিনি ছিলেন বেশ মানানসই। খিজির হায়াত পরিচালিত ‘জাগো’ ছবিতে ফেরদৌসের বিপরীতে অভিনয় করে বিন্দু প্রশংসিত হন। বর্তমানে তিনি অংশ নিচ্ছেন ‘৬৯-পাতলা খান লেন’ ছবির শুটিংয়ে। এটি পরিচালনা করছেন তরুণ নির্মাতা রাফায়েল আহমেদ। এ ছবিতেও তার বিপরীতে রয়েছেন ফেরদৌস। শাকিব খানের বিপরীতে বিন্দু অভিনয় করেছেন ‘এই তো প্রেম’ ছবিতে। সোহেল আরমান পরিচালিত এ ছবি বর্তমানে নির্মাণাধীন আছে। চলচ্চিত্রে অভিনয় প্রসঙ্গে বিন্দু বলেন, অভিনয়ের সবচেয়ে বড় মাধ্যম চলচ্চিত্র। এটা আমার স্বপ্নের জায়গা। এই জগতে আমি ধীর পায়ে এগিয়ে যেতে চাই। কাজের প্রস্তাব পাচ্ছি, তবে একটু চিন্তা-ভাবনা করে আমি এখানে পথ চলতে চাই। একাধিক ছবিতে কাজ করার ব্যাপারে কথাবার্তা চলছে, তবে এখনো কোনোটা চুড়ান্ত হয় নি।












Friday, October 29, 2010

MISS WORLD-2010

MISS WORLD-2010






অপেক্ষা আর কিছুটা সময়। রাত শেষের কিছু সময় পরেই জানা যাবে ২০১০ সালের বিশ্বসুন্দরীর নাম। ৩০ অক্টোবর শনিবার চীনের পর্যটন শহর সানাইয়াতে বসছে বিশ্বসুন্দরী নির্বাচনের ৬০তম আসর।

এবার এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১২০ জন সুন্দরী অংশ নেয়। এর মধ্য থেকে ২৫ জনকে সেমিফাইনালের অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।

১২০ জন সুন্দরীদের মধ্য থেকে তাদের আচার-ব্যবহার, চলাফেরা, উপস্থপনা, বুদ্ধিমত্তাসহ নানা দিক পর্যবেক্ষণ করে বিচারকরা ১জনকে বিশ্বসুন্দরী হিসেবে ঘোষণা করবেন।

এই বছরের বিশ্বসুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেবেন গতবারের সুন্দরী জিব্রাল্টারের কেইনি আলদোরিনো।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০


New film JEMON JAMAI TEMON BOU

New film
IMON & SILVI




পারিবারিক কাহিনী নির্ভর ছবি ‘যেমন জামাই তেমন বউ’ সম্পূর্ণ বিনা কর্তণে সেন্সর ছাড়পত্র পেয়েছে সম্প্রতি। ছবিটির মাধ্যমে ঢালিউডে অভিষেক হচ্ছে নবাগত নায়িকা সিলভি আজমী চাঁদনীর। তার বিপরীতে রয়েছেন নতুন প্রজন্মের নায়ক ইমন। আগামী ১৭ ডিসেম্বর ছবিটি মুক্তি পাচ্ছে ।

নাদিম নাফিম ফিল্মস প্রযোজিত এবং উত্তম আকাশ পরিচালিত ছবি ‘যেমন জামাই তেমন বউ’। ছবিটি প্রসঙ্গে পরিচালক উত্তম আকাশ বলেন, একটি আকর্ষণীয় পারিবারিক গল্প অবলম্বনে এটি নির্মিত হয়েছে। সেই সঙ্গে রয়েছে হাসি-কান্না, প্রেম-ভালোবাসার অপূর্ব সংমিশ্রণ। ছবিতে একদিকে যেমন ফুটে উঠেছে গ্রাম ও শহরের বৈষম্য, অন্যদিকে উঠে এসেছে মানবিক সম্পর্কের নানা টানাপড়েন। ছবির অন্যতম আর্কষণ হলো মন মাতানো গান। ব্যতিক্রমী কথা, সুর-কম্পোজিশন আর বৈচিত্র্যময় লোকেশনে চিত্রায়িত গানগুলো দেখে যে কারোরই মনে ভেসে উঠবে দেশীয় চলচ্চিত্রের সোনালি অতীতের কথা। মোটকথা একটি পরিপূর্ণ বিনোদনমূলক ছবিতে যা যা থাকা প্রয়োজন তার সবকিছুই রয়েছে এ ছবিতে।

তিনি আরো বলেন, ‘যেমন জামাই তেমন বউ’ ছবির সবচেয়ে বড় বৈশিষ্ট্য হচ্ছে গতি। শুরু থেকে শেষ পর্যন্ত ছবিতে আছে টান টান উত্তেজনা। আর সবকিছুর মূলে ছিলেন ছবির পরিকল্পনাকারী নাজিম উদ্দিন চেয়ারম্যান। আমার বিশ্বাস সব ধরণের দর্শকের কাছেই ছবিটি ভালো লাগবে।

ছবির নাম ভূমিকায় ইমন ও সিলভী আজমী চাঁদনী ছাড়া আরো অভিনয় করেছেন এটিএম শামসুজ্জামান, হুমায়ুন ফরীদি, আনিস, রীনা খান, আফজাল শরীফ, কাবিলা এবং নাসরীন।

Thursday, October 28, 2010

AREFIN RUMI

AREFIN RUMI
NEW SINGAR IN BANGLADESH



হাবিব, বালাম, ফুয়াদ আর হূদয় খান। তাঁদের পাশাপাশি এখন শ্রোতাদের কাছে আরেকটি নাম খুব পরিচিত—আরফিন রুমী। হ্যাঁ, অল্প দিনেই তাঁর গাওয়া ও সুর করা বেশ কটি গান দারুণ জনপ্রিয় হয়েছে। প্রায় প্রতিদিনই গানগুলো শোনা যাচ্ছে এফএম রেডিওর বিভিন্ন চ্যানেলে। ২০০৮ সালে এসেছে রুমীর একক অ্যালবাম। নিজের নামেই ছিল অ্যালবামটি—আরফিন রুমী। শুরুতেই তুমুল জনপ্রিয়তা না পেলেও তাঁর গানগুলো শ্রোতাদের পছন্দ হয়। প্রযোজনা প্রতিষ্ঠানগুলো তাঁর ব্যাপারে খোঁজখবর নেয়। পরের বছর এসো না অ্যালবামটি তাঁকে তুলে নিয়ে আসে অনেক ওপরে। গান শুনে এফএম প্রজন্মের শ্রোতারা মুগ্ধ হয়। আর পেছন ফিরে তাকানোর সুযোগ নেই, এবার শুধু এগিয়ে যাওয়ার পালা। গান গাওয়ার পাশাপাশি সুর দেওয়ার কাজটিও করছেন রুমী। গত রমজানের ঈদে রুমীর সুর করা গান নিয়ে এসেছে পাঁচটি অ্যালবাম। কোনোটিতে তিনি নিজেও গান করেছেন। এর মধ্য থেকে ছয়টি গান পেয়েছে দারুণ জনপ্রিয়তা। জনপ্রিয় সেই গানগুলোর কথাই বলব এবার। না বলা ভালোবাসা অ্যালবামে গান করেছেন নয়জন শিল্পী। এখানে আর্নিকের সঙ্গে রুমীর ‘না বলা ভালোবাসা’ ও কাজী শুভর গাওয়া ‘রাধা’ গান দুটি জনপ্রিয় হয়েছে। পড়শী অ্যালবামে পড়শীর সঙ্গে রুমী গেয়েছেন ‘তোমার পরশে’ গানটি। পাশাপাশি সবাই খুব বেশি শুনছে পড়শীর নিজের গাওয়া ‘মেঘলা দুপুর’। শফিক তুহিনের প্রথম অ্যালবাম স্বপ্ন এবং তুমিতে রুমীর সুর করা ‘এর বেশি ভালোবাসা যায় না’ এ সময়ের অন্যতম জনপ্রিয় একটি গান। এরপর এবার শফিক তুহিন ডটকম অ্যালবামে রন্টির সঙ্গে শফিক তুহিন গেয়েছেন রুমীর সুরে ‘সূর্য মুচকি হাসে’ আর শফিক একা গেয়েছেন ‘নতুন করে জন্ম নেব তোমার ভালোবাসায়’ গান। চলচ্চিত্রের গানও সুর করছেন রুমী। ঈদে এসেছিল কমন জেন্ডার ছবির অডিও অ্যালবাম। এখানে ‘বাজারে ঢোল তোরা’ গানটি দারুণ প্রশংসিত হয়। মাত্র কয়েক বছরের অভিজ্ঞতায় এতগুলো অ্যালবামে সুর করার কাজটি কীভাবে সম্ভব হলো? ‘সব কটি অ্যালবামের কাজ করতে কিন্তু সময় লেগেছে প্রায় এক বছর। তবে এগুলো বেরিয়েছে একসঙ্গে।’ বললেন রুমী। রুমীর কাছ থেকে খুব শুনতে ইচ্ছে করছিল তাঁর সংগীতশিল্পী হয়ে ওঠার গল্পটা। ধানমন্ডির ২৭ নম্বর সড়কের পাশের এক বাসার নিচতলায় নতুন কিছু করার চেষ্টা করছেন রুমী ও তাঁর ‘দূরবীন’ ব্যান্ড। এখানে আছে নিয়মিত চর্চার জন্য প্র্যাকটিস প্যাড, স্টুডিও এবং অনলাইন রেডিও। চলছে এসব নিয়ে কাজ। নিজের গানের ফাঁকে তা দেখাশোনা করছেন রুমী। শনিবার সন্ধ্যায় এখানেই কথা হলো রুমীর সঙ্গে। মা গানের চর্চা করতেন। বাবা ছিলেন ব্যাংকের একজন কর্মকর্তা। বাসায় একটা হারমোনিয়াম ছিল। ছোটবেলায় মা-বাবার সঙ্গে গ্রামের বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে যেতেন। সেখানে বিভিন্ন মাহফিলে আধ্যাত্মিক গান শুনতেন। নিজে কখনো সেভাবে চর্চা না করলেও সুফি গানের প্রতি তাঁর একটা আকর্ষণ আছে। ঢাকা গভর্নমেন্ট মুসলিম হাইস্কুল থেকে মাধ্যমিক এবং শহীদ সোহরাওয়ার্দী কলেজ থেকে উচ্চমাধ্যমিক পরীক্ষা দেন তিনি। জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলেন ফিন্যান্স বিভাগে। নিজেদের পারিবারিক একটা ব্যবসা ছিল। পড়াশোনার পাশাপাশি সেখানেও বসতে হতো। কিন্তু ওই সময়ে ক্রিকেট খেলা নিয়ে বেশি ব্যস্ত হয়ে পড়েন। বিভিন্ন দলের হয়ে তখন প্রিমিয়ার লিগে খেলতেন। ব্যাট-বল দুটিতেই বেশ ভালো করেছেন। হঠাৎই খেলা ছেড়ে দিয়ে গান করার সিদ্ধান্ত নেন। সময়টা ২০০৫ সাল। পর পর দুবার ‘ক্লোজআপ ওয়ান: তোমাকেই খুঁজছে বাংলাদেশ’ প্রতিযোগিতায় অংশ নেন। কিন্তু প্রাথমিক বাছাইয়ে বাদ পড়েন। এরপর আর ওপথে পা বাড়াননি। প্রথমবার হতাশ হলেও পরে নিজের মধ্যে জেদ তৈরি হয়। গানের চর্চা শুরু করেন। এ সময় পরিচয় হয় ফেরদৌস ওয়াহিদের সঙ্গে। তিনি নিজেদের এক পারিবারিক অনুষ্ঠানে গান করার জন্য আমন্ত্রণ জানান রুমীকে। ওই অনুষ্ঠানে ছিলেন হাবিবও। রুমীর গান শুনে প্রশংসা করেন হাবিব। কিছুদিনের মধ্যেই হাবিবের সঙ্গে কাজ করার সুযোগ পেয়ে যান। হাবিবের সুর ও সংগীত করা পর পর বেশ কটি জিঙ্গেল করেন রুমী। সব কটিই জনপ্রিয় হয়। এ সময় হাবিবের মাধ্যমে ফুয়াদের সঙ্গেও পরিচয় হয় রুমীর। এই দুজন কম্পোজারের সঙ্গে পরিচয় এবং যোগাযোগটা নিজের জীবনে ইতিবাচকভাবে ব্যবহার করেন রুমী। তাঁদের খুব কাছে থেকে নানা কিছু শেখার চেষ্টা করেন। তাঁদের সুরে গান গাওয়ার পাশাপাশি নিজেও কিছু একটা করার সিদ্ধান্ত নেন। তৈরি করেন নতুন নতুন গান। আর পরে সেই গানগুলোর প্রশংসা শোনেন হাবিব আর ফুয়াদের কাছ থেকে। রুমীর গানে হাবিব ও ফুয়াদের যথেষ্ট প্রভাব বোঝা যায়। হঠাৎ করে শুনলে মনে হবে, হাবিব কিংবা ফুয়াদই গাইছেন। রুমী বললেন, ‘যেহেতু অনেকটা সময় তাঁদের খুব কাছাকাছি থাকার সুযোগ পেয়েছি, তাই ওই রকম হওয়াটাই স্বাভাবিক। তবে আমি খুব সচেতনভাবে তা থেকে বেরিয়ে আসার চেষ্টা করছি। তা আমার গান শুনলেই বোঝা যাবে।’ হ্যাঁ, রুমী এখন নিজের একটা ধারা তৈরি করেছেন। আর তা যেন শ্রোতাদের কাছে অনেক দিন টিকে থাকে, এর জন্য নিয়মিত সাধনা করছেন, চর্চা করছেন, নিজের গান ও সুর নিয়ে নিরীক্ষা করছেন। সময়, সুযোগ পেলেই গান শোনেন—নানা দেশের বিভিন্ন শিল্পীর গান। নিজের জন্য, ‘দূরবীন’ এবং অন্য শিল্পীদের গান তৈরি নিয়ে দারুণ ব্যস্ত রুমী। দিনের বেশির ভাগ সময় স্টুডিওতেই থাকেন। রুমী এখন চলচ্চিত্র ও নাটকে অভিনয় করছেন। হিমেল আশরাফের ছবির নাম ধানমন্ডি সড়ক নাম্বার ৮, আর নাটকটি হলো শহীদুজ্জামান সেলিমের। আবার অভিনয় কেন? রুমী বললেন, ‘গানের কাজ করতে করতে মাঝেমধ্যে হাঁপিয়ে উঠি। তখন অন্য কিছু করে নিজেকে আবার গানের জন্য তৈরি করি।’ মাত্র কয়েক দিন আগে বাবা হয়েছেন রুমী। ছেলের নাম আরিয়ান। জানালেন, এখন গানের ফাঁকে সময় পেলেই ছুটে যান ছেলের কাছে। তাকে দেখলে সব ক্লান্তি হারিয়ে যায়।

PURNIMA

Name : PURNIMA
famous film actresses in Bangladesh

অভিনয়ের এক যুগ পূর্ণ হলো তাঁর। ১৯৯৮ সালের অক্টোবরেই মুক্তি পেয়েছিল পূর্ণিমা অভিনীত প্রথম ছবি এ জীবন তোমার আমার। তারপর বন্ধুর পথ পাড়ি দিয়ে আজ তিনি প্রথম সারির তারকা। তাঁর কাছে জানতে চাইলাম, শেষ কবে প্রেক্ষাগৃহে গিয়েছিলেন? প্রশ্ন শুনে ইতিউতি তাকান পূর্ণিমা। স্মৃতি হাতড়েও মনে আসে না তাঁর। ‘ও হ্যাঁ, আকাশছোঁয়া ভালবাসা ছবিটি দেখতে গিয়েছিলাম।’ তা-ও প্রায় দুই বছরেরও বেশি সময় আগের কথা। একজন অভিনয়শিল্পী হয়েও প্রেক্ষাগৃহের প্রতি এই অনীহা কেন? পূর্ণিমার সরল স্বীকারোক্তি, ‘সিনেমার জৌলুশটা কমে গেছে। এখন আগের মতো যেন প্রাণ নেই এখানে। যেসব তেলেগু ছবি থেকে এখন আমাদের এখানে বেশির ভাগ ছবি তৈরি করা হয়, সেসব ছবি তো আমরা টিভির পর্দায়ই দেখতে পাই। আর নিজের ছবি তো আমি ডাবিং করার সময়ই দেখে নিতে পারছি।’ সিনেমার জৌলুশ কমে গেল কেন? পূর্ণিমার পাল্টা প্রশ্ন, ‘এখন কি এফডিসির শুটিং ফ্লোরগুলো আগের মতো আলোকিত থাকে? এখন কি এফডিসিতে সব সময় মানুষের আনাগোনা থাকে? এখন কি শুটিংরাজ্য কক্সবাজারে সিনেমার লোকদের মেলা থাকে সব সময়? এসবের উত্তর ‘হ্যাঁ’ হয় তখনই, যখন একজন এফডিসিতে থাকেন, একজনের জন্য এফডিসি আলোকিত থাকে। আবার যখন তিনি কক্সবাজারে থাকেন, তখন এফডিসির ফ্লোরগুলো অন্ধকারাচ্ছন্ন হয়ে আসে। এই একজন হচ্ছেন আমাদের শাকিব। বলছিলেন তিনি। পূর্ণিমার বাড়ি সেদিন আত্মীয়স্বজনে ছিল সরগরম। কিছুক্ষণ পর পর তাঁকে খোঁজ নিতে হচ্ছে। বললেন, ‘চলচ্চিত্রে যেমন অভিনয় করি, তাতে অনেক সময় মনে হয়, এই বাসায়ও কি আমি অভিনয় করি? পরে আবার মনে হয়, না, শুধু বাসায় কেন, এই দুনিয়াতেই একধরনের অভিনয় করছি। অভিনয় করে বেঁচে আছি।’ কিছুটা যেন আনমনা তিনি। দুই বছর ঈদে আপনার কোনো ছবি মুক্তি পায়নি? নিশ্চয়ই সে সময়টা অনেক খারাপ লেগেছে। এবার আপনার ছবি মুক্তি পাচ্ছে। প্রত্যাশা কী রকম? ‘যে ঈদগুলোতে আমার ছবি মুক্তি পায়নি, তখন একধরনের খারাপ লাগার অনুভূতি থাকাটা ছিল স্বাভাবিক। আবার এবার যখন পরান যায় জ্বলিয়া রে ছবিটি মুক্তি পাচ্ছে, তখন তো ছবি নিয়ে একধরনের টেনশন কাজ করছেই। ছবিটি দেখেছি। বাণিজ্যিকভাবে সফল হওয়ার মতো এ ছবিতে আমি ছাড়াও আরও দুজন নায়িকা আছেন। একজন নদী, অন্যজন রোমানা। নায়ক তো শাকিব খান। তো এই তিনটি মেয়ের চরিত্র ছিল তিন রকমের। এর মধ্যে আমি চেষ্টা করেছি নিজের কাজটা অন্যদের থেকে একটু আলাদা করে করার জন্য। ঈদে আরও ছবি মুক্তি পাবে অপু বিশ্বাসের। ফলে একধরনের প্রতিযোগিতার ব্যাপার তো আছেই।’ বললেন পূর্ণিমা। পূর্ণিমা-ভক্তদের জন্য আরও সুখবর হচ্ছে, পরান যায় জ্বলিয়া রে এরই মধ্যে দেশের বড় প্রেক্ষাগৃহগুলোতে প্রদর্শনের জন্য স্থান করে নিয়েছে। পূর্ণিমা শোনালেন আরও সুসংবাদ, ‘এরই মধ্যে এফ আই মানিক ও সোহানুর রহমান সোহানের নতুন দুটি ছবি হাতে নিয়েছি। দুটি ছবিতেই আমার বিপরীতে আছেন শাকিব।’ নির্মাতা ও চলচ্চিত্র প্রযোজকদের মতে, শাবনূরের পর এখন নির্ভরযোগ্য নায়িকা বলতে পূর্ণিমা এরই মধ্যে তাঁর একটি শক্ত জায়গা করে নিয়েছেন। খোদ শাকিব খান বললেন, ‘একজন নায়িকার যত রকমের গুণাবলি থাকা প্রয়োজন, তা পূর্ণিমার মধ্যে বিদ্যমান। ওকে আমি প্রায়ই বলি, তুমি আরও সিরিয়াস হও, তোমার অবস্থানটা আরও উঁচুতে থাকা প্রয়োজন ছিল আরও আগেই।’ অবশ্য এ নিয়ে পূর্ণিমার খুব বেশি প্রত্যাশা নেই। ‘অভিনয়জীবনের এক যুগে আমি এরই মধ্যে যা পেয়েছি, তাতে আমি খুশি। টাকা-পয়সা বা দর্শকের ভালোবাসা যেমন মানুষকে এক ধরনের আনন্দ দেয়, তেমনি আমি পেয়েছি অন্য একটি আনন্দ। সেটি হলো, আমার অভিনয়জীবনে এমন কয়েকটি ছবিতে অভিনয় করেছি, যে ছবিগুলোর নাম অনেক অনেক দিন মানুষ মনে রাখবে। এর মধ্যে একটি হচ্ছে মনের মাঝে তুমি।’ বললেন পূর্ণিমা। কর্মপরিকল্পনা কী আপনার? পূর্ণিমা জানালেন, ‘যেভাবে কাজ করছি, সেভাবেই চালিয়ে যাব। তবে এক নম্বর আসন ধরে থাকতে হবে, এই নীতিতে আমি বিশ্বাসী নই। এটি নিয়ে আসলে ভাবতেই চাই না। কারণ এই ভাবনা মনের মধ্যে থাকলে ভালো কাজ করার কথা ভাবব কখন? যদি ভালো কাজ করি, তবে আসন এমনিতেই আমার কাছে ধরা দেবে। আর সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে খুব ভালো গল্পের পাণ্ডুলিপি পেলে নাটকেও অভিনয় করব। কারণ ছোট পর্দার দর্শক আমাকে প্রায়ই বলেন, নাটকে কাজ করি না কেন? আমার মনে হয়েছে, এই মাধ্যমেও বড় পর্দার পাশাপাশি কাজ করলে দোষের কিছু নেই।

The story of Purnima’s Marriage Ceremony
One of the famous film actresses in Bangladesh Purnima has got married without any dazzling arrangement. Even any media didn’t know the news of her marriage. The bridegroom’s name Fahad who has returned home after finishing study after a long days staying in America. This time the movie ‘Moner Majhe Tumi’ was released acted by Purnima. Watching the movie Fahad’s like feel very good. “But I didn’t understand that I would get this Purnima as my life partner.”- said Fahad. What an attraction of God! He added, ‘on day coming in Dhaka I was going 4th floor climbing stair in a house of Nichunja. That time my mother took rent a flat that house. Suddenly I see a girl was descending with playing whistle. Oh, this is Purnima! At first I was astonished. Then I said, ‘What a beautiful whistle do you play!’ Purnima said with laughing, ‘thank you.’ Enough, talk a bit, see a bit.













Wednesday, October 27, 2010

Alif Chowdhury

Name: Alif Chowdhury
Model & Celebrity Actress
Biye korlen Model & Celebrity Actress Alife chowdhury . Tar wife Nahida Mahmuda Tonni , Tonni Sikder medical College er Final yearer student . Nobo dompoti ke janai amader suvescha & ovinondon. Tader agami din gulo sukher hok amader sokoler atai kanona.

Nova

Name : Nova
Model & Celebrity Actress

Nova is very popular bangladeshi model. She is too young in bangladesh media. She started acting since 2008. With her wonderful she got popularity in bangladesh. Besides acting , she is now involved with fashion , style , television adverisement and other media related acts. She is so cute and sexy bangladeshi. As a teen actress she is doing brilliant performance in bangla natok .













Tuesday, October 26, 2010

Sarika

Name : SARIKA
Model & Actress

Sarika is very popular and hot actress in TV Media in Bangladesh. Sarika started her modeling carrier back in 2006. After two years of steadiness she came under spotlight in 2008 with the ad of Banglalink by Amitabh Reza. In a short time she is popular model in Bangladesh. She is acting with Bangladeshi TV Add, Drama, Natok. Most of the viewer likes her drama and TV Add.









Monday, October 25, 2010

Anika Kabir Shokh

Anika Kabir Shokh

Name : Anika Kabir Shokh
Date of Birth : October 25
model & actress
Shokh is very popular female model in Bangladesh. She acts lot of TV advertisement. Shokh says, ‘Last year I was one of the assistants of the presenter of the award giving ceremony. From my childhood I had been dreaming to be a part of such gala show. And on a big occasion like this, I have performed, for the first time a dance sequence on the stage. So I am feeling very proud. Shokh has already finished shooting her first movie ‘Tomake Chara Bachbo Naa’ in which she is coupled with famed actor of the time Sakib Khan. Asked when her first movie ‘Tomake Chara Bachbo Naa’ is going to be released, Shokh says, ‘We have already completed the shooting. And we did it mainly in Bangkok. It was another great experience of my life. Now, we are to start the dubbing soon. Hope that within this June-July the movie will hit the audience. Full Name is Anika Kabir Shokh. Her Birthday October 25. She just finished her SSC in 2009 and then currently doing a film with Shakib Khan which is coming soon. Anika Kabir Shokh is one of the famous young Bangladeshi models. Shokh is very popular actress in TV Media in Bangladesh. Shokh has good looking eyes. She has nice figure and boys are very crazy for her. She is acting with Bangladeshi TV Add, Drama, and Natok. Most of the viewer likes her drama and TV Add.








Saturday, October 23, 2010

TWIN BABYR BABA HOLEN SONJOY DOTT.....

TWIN BABY....


BOLLYWOOD SUPER STAR SONJOY DOTHTO ABAR BABA HOLEN TWIN BABYR.DOKKHIN MIMBAIER AK HASPATALE AKTI PUTTRO & AKTI KONNA SONTANER JONMO DEN WIFE MANNOTA .AK JORA SONTAN HOUYER KHOBORE DUBAI ER KAJ FELE MUMBAI FIRE ASEN SONJOY.SONJOYER PROTHOM SONTAN TRISILA (23) U.S.A THAKEN.




Sanjay Dutt is one Bollywood actor who has seen fortunes swinging in favor of him and out of his favor many times in his career. Born to yesteryears stars Sunil and Nargis Dutt, the Bollywood superstar and a recovering drug addict acted in many films winning several awards and much acclaim along thew way. His films Khal Nayak and Munnabhai MBBS are a couple of his box office hits. But Sanjay was also sentenced in 2007 to six years of imprisonment for illegal possession of arms including AK-56 rifle.