S D RUBEL

Friday, October 29, 2010

MISS WORLD-2010

MISS WORLD-2010






অপেক্ষা আর কিছুটা সময়। রাত শেষের কিছু সময় পরেই জানা যাবে ২০১০ সালের বিশ্বসুন্দরীর নাম। ৩০ অক্টোবর শনিবার চীনের পর্যটন শহর সানাইয়াতে বসছে বিশ্বসুন্দরী নির্বাচনের ৬০তম আসর।

এবার এ প্রতিযোগিতায় বিশ্বের বিভিন্ন দেশের ১২০ জন সুন্দরী অংশ নেয়। এর মধ্য থেকে ২৫ জনকে সেমিফাইনালের অংশগ্রহণের জন্য নির্বাচিত করা হয়েছে।

১২০ জন সুন্দরীদের মধ্য থেকে তাদের আচার-ব্যবহার, চলাফেরা, উপস্থপনা, বুদ্ধিমত্তাসহ নানা দিক পর্যবেক্ষণ করে বিচারকরা ১জনকে বিশ্বসুন্দরী হিসেবে ঘোষণা করবেন।

এই বছরের বিশ্বসুন্দরীর মাথায় মুকুট পরিয়ে দেবেন গতবারের সুন্দরী জিব্রাল্টারের কেইনি আলদোরিনো।

বাংলাদেশ স্থানীয় সময় : ১৫১৪ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১০


No comments:

Post a Comment