S D RUBEL

Tuesday, November 30, 2010

বাটেক্সপো নাইট-২০১০


বাটেক্সপো নাইট-২০১০ এর উদ্বোধনী অনুষ্ঠান ছিল ২৫ নভেম্বর এতে আয়োজন করা ফ্যাশন শো,এতে বাংলাদেশে তৈরিপোশাকগুলো তুলে ধরাই ছিল বাটেক্সপো নাইটের মূল উদ্দেশ্য।আর ও ছিলো মনোমুগ্ধকর গানের আয়োজন।

BATEXPO-NIGHT-1
BATEXPO-NIGHT-2


Saturday, November 27, 2010

বংলাদেশের মুস্তফা প্রকাশ

মুস্তফা প্রকাশ


বংলাদেশের প্রকাশ ।অভিনয় করেছেন ভারতিয় বাংলাছবি নটবর নটআউডটে।এটী পরিচালনা করেছেন অমিত সেন। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ঢাকার ছেলে মুস্তফা প্রকাশ।সুদশন প্রকাশের অবশ্য বাংলাদেশী ছবিতে অভিনয় করার ইচ্ছা।এ প্রসংগে প্রকাশের অভিমত, নিজের দেশে কাজ করার অনুভূতিটাই অন্য রকম হবে।এখন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক নাট্যতত্ত্ব বিভাগে চূড়ান্ত পর্বে পড়ছেন। মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছুটা ব্যস্ত আছেনআমরা আসাকরি পড়ালেখার পাঠ চুকিয়ে তিনি বাংলা চলচ্চিত্রে নিয়মিত হবেন, সম্বৃদ্ধ হবে আমাদের চলচ্চিত্র।

Wednesday, November 24, 2010

মনের মানুষ এবার গোয়া চলচ্চিত্র উৎসবে

মনের মানুষ চলচ্চিত্রে চঞ্চল চৌধুরী ও প্রসেনজিৎ

মনের মানুষ এবার গোয়া চলচ্চিত্র উৎসবে। ৩ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতে মুক্তি পাওয়ার আগেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদশিত হবে মনের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ।দুই বাংলাই এ ছবি নিয়ে আগ্রহের শেষ নেই। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম আশীর্বাদ চলচ্চিত্র।এতে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী ও ভারতের জনপ্রিও নায়ক প্রসেনজিৎ সহ আরও অনেক কলা কুশলি। এবার গোয়া চলচ্চিত্র উৎসবে। ৩ ডিসেম্বর বাংলাদেশ ও ভারতে মুক্তি পাওয়ার আগেই গোয়া আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রদশিত হবে মনের মানুষ। সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস থেকে ছবিটি পরিচালনা করেছেন গৌতম ঘোষ।দুই বাংলাই এ ছবি নিয়ে আগ্রহের শেষ নেই। এটি যৌথভাবে প্রযোজনা করেছে ইমপ্রেস টেলিফিল্ম আশীর্বাদ চলচ্চিত্র।এতে অভিনয় করেছেন বাংলাদেশের চঞ্চল চৌধুরী ও ভারতের জনপ্রিও নায়ক প্রসেনজিৎ সহ আরও অনেক কলা কুশলি।

Saturday, November 20, 2010

টেলিফিল্ম

টেলিফিল্ম অপরানহ্নের গল্প

টেলিফিল্ম অপরানহ্নের গল্প ।এতে অভিনয় করেছেন হুমায়ুন ফরিদি, রিয়াজ, ফারহানা মিলি ।আর পরিচালনা করেছেন সাজ্জাদ সুমন ।রিয়াজ এবং ফারহানা মিলি কে সবাই কিভাবে গ্রহন করে তা দেখা যাবে অপরানহ্নের গল্প টেলিফিল্ম থেকে।

Friday, November 12, 2010

অপূর্ব ও প্রভা ?

প্রভার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন অপূর্ব ?

কেমন আসেন অপূর্ব ও প্রভা ?
টেলিফিল্ম ‘পালিয়ে গিয়ে বিয়ে’ অবশেষে দেখানো হচ্ছে এবারের ঈদে। গাজীপুরের পুবাইলে এই প্রডাকশনের শুটিং চলার সময়ই অভিনেতা অপূর্ব আর অভিনেত্রী প্রভা বাস্তবেই পালিয়ে গিয়ে বিয়ে করেছিলেন। নজরুল ইসলামের রচনা ও চয়নিকা চৌধুরীর পরিচালনায় ঈদের বিশেষ টেলিফিল্ম ‘পালিয়ে গিয়ে বিয়ে’ বাংলাভিশনে প্রচার হবে ঈদের পঞ্চম দিন ২১ নভেম্বর রবিবার দুপুর ২টা ৪০ মিনিটে।
‘পালিয়ে গিয়ে বিয়ে’ টেলিফিল্মের শুরুতেই দেখা যায়, দুই তরুণ-তরুণী একে অপরের গভীর প্রেমে আসক্ত। তারা নিজেদের ভালোবাসার পরিণতি হিসেবে বিয়ে করার সিদ্ধান্ত নেয় এবং এক পর্যায়ে বাড়ি থেকে পালায়। এ নিয়ে দুই পরিবারের সবার মধ্যে শুরু হয় মিশ্র প্রতিক্রিয়া। শুরু হয় নতুন নাটকীয়তা।এই টেলিফিল্মটির প্রথম দিনের শুটিং শেষে গভীর রাতে ইউনিট থেকে ময়মনসিংহ পালিয়ে যান অপূর্ব ও প্রভা। বাস্তবই তারা পালিয়ে গিয়ে বিয়ে করেন। এরপর ঘটনায় তীব্র নাটকীয়তা যুক্ত হয় প্রভার আগের প্রেমিক রাজিবের সঙ্গে তার কিছু নগ্ন ভিডিও-ফুটেজ প্রকাশের পর পর। এ সময় গুজব ওঠে, অপূর্ব ও প্রভার মধ্যে ডিভোর্স হয়ে গেছে এবং প্রভা আত্মহত্যা করেছেন।
এই ঈদে অপূর্ব অভিনীত একাধিক নাটক ও টেলিফিল্ম প্রচার হলেও প্রভা অভিনীত একমাত্র প্রডাকশন ‘পালিয়ে গিয়ে বিয়ে’। বর্তমানে প্রভা সব শুটিং থেকে বিরত আছেন। অবস্থান করছেন লালমাটিয়ায় বাবার বাড়িতে। স্বামী অপূর্বর সঙ্গে তার তৈরি হয়েছে দূরত্ব। বিশ্বস্ত সূত্রে জানা গেছে, প্রভার এক খালা বাস করেন সুইজারল্যান্ড। প্রভা তার কাছে চলে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন। প্রভার সাবেক প্রেমিক রাজিব প্রশাসনের চোখে ধুলি দিয়ে পালিয়ে বেড়াচ্ছেন। আর অপূর্ব? মিডিয়ায় কাজ করছেন ঠিকই, তবে তাকে প্রায় সময়ই দেখা যায় বিষন্ন ও অন্যমনস্ক। প্রভার সঙ্গে সম্পর্ক বা নিজের ব্যক্তিগত কোনও প্রসঙ্গে অপূর্ব এখন কথা বলতে একদম নারাজ।

Thursday, November 11, 2010

ফারহানা মিলি

ফারহানা মিলি
বাবা : আফতাব উজ্জামান
মাতা : রানা আঞ্জুমান
স্কুল : বাংলা বাজার গভর্মেন্ট গার্লস স্কুল
কলেজ : মহানগর মহিলা কলেজ
ইউনিভারসিটি : জাহাগির নগর ইউনিভারসিটি









মনপুরা ছবির কলাণে ফারহানা মিলি কে এখন সবাই এক নামে চিনে .তার মায়াবী চোখ ,মিষ্টি হাসি সবার মন ছুয়ে যাই .আমরা সকলে আসা করি মিলি আমাদের মাঝে ,নতুন ছবি নিয়ে ফিরে আসুক নতুন রূপে বারে বারে .

রন্টি দাস

রন্টি দাস

অভিনয়ে এবার নাম লেখালেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাস। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘গানের মাস্টার’ নাটকে তিনি অভিনয় করছেন। মাসুম রেজার রচনা ও আরিফ খানের নির্দেশিত এ নাটকে রন্টিকে একজন সংগীতশিল্পী হিসেবেই দেখা যাবে।
গতকাল মঙ্গলবার থেকে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন রন্টি। নাটকে অভিনয় প্রসঙ্গে রন্টি বলেন, ‘আমাদের পরিবারের কেউই অভিনয়ের সঙ্গে জড়িত নয়। সবাই গানকেই প্রাধান্য দিয়েছি সব সময়। গান ছাড়া যে অন্যকিছু করব, এমনটিও কখনো ভাবিনি। তবে ক্লোজআপ ওয়ানের মাধ্যমে গানের জগতে আসার পর অনেকগুলো নাটকের প্রস্তাব এসেছিল। কিন্তু “ব্যাটে-বলে” না মেলার কারণে অভিনয়টা করা হয়নি। তবে এবারের গল্পটি শুনে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। তাই নাটকটি করতে রাজি হয়ে গেলাম। তা ছাড়া নাটকটিতে অনেক স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। এ সুযোগও হাতছাড়া করতে চাইনি।’
রন্টি আরও বলেন, ‘প্রথম দিন যখন শুটিং করি, তখন বেশ ভয়ে ভয়ে ছিলাম। তারপর শুটিং-সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সেটা দূর করতেপেরেছি। তবে এখন অভিনয়টা ভালোই উপভোগ করছি। এই নাটকটা করতে গিয়ে আমার গানের গুরুর কথা খুব মনে পড়ছে। গানে আমার সাফল্যে তিনি খুব খুশি হয়েছিলেন।’
নাটকটি প্রসঙ্গে পরিচালক আরিফ খান বলেন, ‘নাটকের গল্পটা ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা একজন সংগীতশিল্পী এবং তাঁর গুরুকে নিয়ে। রন্টিকে আমার কাছে মনে হয়েছে সে ভালোই করবে। এখন পর্যন্ত টুকটাক সমস্যা ছাড়া বেশ ভালোভাবেই শুটিং করছে সে।’
নাটকটিতে রন্টির গুরুর ভূমিকায় অভিনয় করছেন আবুল হায়াত। এ ছাড়া আরও অভিনয় করছেন প্রিসিলা পারভীন, সুব্রত প্রমুখ।

Wednesday, November 10, 2010

শশী

SHOSHI
actress




আসা ছিল মনে মনে প্রেম করিব তোমার সনে ,তোমায় নিয়ে ঘর বাধিমু গহীন বালু চরে ........
হাজার বছর ধরে ছবির মাধমে শশী বাংগালী জনতার মনে যে স্থান দখল করে আছেন তা মুছে যাবার নই . আমরা চাই, এ রকম সৃষ্টিসিল কাহিনী নির্ভর ছবি নির্মিত হোক . যা আমাদের সংস্কৃতি কে সম্মিদ্য করবে .



বৈশাখী টিভিতে দেখানো হবে ধারাবাহিক নাটক রসামিয়া। লিখেছেন মহিউদ্দীন আহমেদ, পরিচালনা করেছেন জাহিদুল ইসলাম বিপ্লব। নাটকে অভিনয় করছেন শশী। কথা হলো তাঁর সঙ্গে।
কী করছেন?
শুটিংয়ে এসেছি। ধারাবাহিকের নাম ডাইরেক্টার। বাংলাভিশনে দেখানো হচ্ছে। আমরা কাজ করছি কেরানীগঞ্জে। আগে একবার কাজ করেছিলাম। সোমবার থেকে আবার শুরু হয়েছে। এখানকার আবহাওয়াটাই যেন কেমন—খালি ঘুম পায়। শুধু আমার নয়, দেখছি সবার একই অবস্থা। গ্রামের গল্প, আর ঢাকার একেবারে কাছে; ভালোই লাগছে।
নাটকের গল্পে পরিচালকের আসার খবর শুনে গ্রামে সবাই শিল্পী হওয়ার স্বপ্ন দেখছে। আপনার কী খবর?
আমিও নায়িকা হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি। তবে চলচ্চিত্রে নায়ক-নায়িকা কিংবা অন্য সব চরিত্রে শিল্পী হওয়া নিয়ে গ্রামে উৎসব উৎসব ভাব। এর মধ্যেই নানা ঘটনা ঘটছে। তবে পরিচালক আদৌ এই গ্রামে আসবেন কি না, সেটা নাট্যকারই ভালো বলতে পারবেন।
‘রসামিয়া’ নাটকের কাজ কোথায় করেছেন?
পুবাইলে। দুটি পরিবারের ছেলেমেয়ে আর অন্যদের মধ্যে নানা বিষয়ে প্রতিযোগিতা হচ্ছে। যেমন কে কার চেয়ে সুন্দর, কে কোন দিক থেকে এগিয়ে আছে—এমনি নানা কিছু। হঠাৎ শহর থেকে আমাদের বাড়িতে একটি ছেলে এসেছে। সে আমাকে বিয়ে করতে চায়। ছেলেটির চরিত্রে অভিনয় করছেন অপূর্ব। এ পর্যন্ত এটুকুই কাজ করেছি। ঈদের পর হয়তো আবার কাজ শুরু হবে।
দেশ টিভির ‘খোঁয়াড়’ নাটকে আপনাদের বাবার চরিত্রে অভিনয় করেছেন চ্যালেঞ্জার। সম্প্রতি তিনি মারা গেছেন। এখন কী হবে?
ধারাবাহিকটির কাজও এখন শেষ দিকে। এই চরিত্রটিতে আর কেউ অভিনয় করবেন না। তবে বাড়ির একজন মুরব্বির দরকার। এরই মধ্যে বাড়িতে মামা বেড়াতে এসেছেন। তিনিই এখন আমাদের ভবিষ্যতের ব্যাপারে মুখ্য ভূমিকা নেবেন।
আপনি তো নতুন একটি ছবিতে অভিনয় করছিলেন। ছবির কাজ এখন কী অবস্থায় আছে?
আমার নতুন ছবিটির নাম শুয়াচান পাখি। এখানে আমার সঙ্গে আরও অভিনয় করছেন আনিসুর রহমান মিলন ও নওশীন। পুবাইল ও হোতাপাড়ায় কয়েক দিন কাজ হয়েছে। ১৭ ডিসেম্বর থেকে আবার টানা সাত দিন কাজ হবে।

Tuesday, November 9, 2010

OPURBO & TARIN

তারিন


জনপ্রিয় অভিনেত্রী তারিন। অভিনয় করেছেন অনেক রকম চরিত্রে। এবারই প্রথম তিনি অভিনয় করছেন একজন অভিনেত্রীর চরিত্রে। একুশে টিভির ঈদের বিশেষ নাটক ‘সখি আমার সান্ধ্য পাখির দলে’ তাকে দেখা যাবে তুমুল জনপ্রিয় এক অভিনেত্রীর ভূমিকায়।

নাটকের গল্পে দেখা যাবে, পারমিতা চৌধুরী এ সময়ের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী । প্রচন্ড আত্মপ্রত্যয়ী একজন মানুষ। অন্যদিকে বড্ড বেখেয়ালী এক তরুণ মুগ্ধ। দুজনের মধ্যে বয়স ও মানসিকতার পার্থক্য অনেক। তবু তারা কোন এক অদ্ভুত বন্ধনে আবদ্ধ। দুজনই খুব অহংকারী। একই বাড়িতে থাকলেও দুজনের পরিচয় ঘটে ঝগড়া দিয়ে। পারমিতার অহংকার খুব আঘাত করে মুগ্ধকে। পারমিতা তার খ্যাতির মোহ থেকে বেরিয়ে এসে মুগ্ধকে বোঝার চেষ্টা করে। একসময় দুজনে জড়িয়ে পড়ে এক অসম সম্পর্কের বাধঁনে। দুজনে হারিয়ে যায় সম্পূর্ন অন্য একটি জগতে। তবে একসময় বাস্তবতা উপলব্ধি করে পারমিতা। সে ফিরিয়ে দেয় মুগ্ধকে, মুগ্ধ বড় আঘাত পায়। অভিমানী মুগ্ধ এক বুক অভিমান নিয়ে ফিরে আসে। মুগ্ধ হাঁটতে থাকে রাস্তায়। এক ঝাঁক পাখি উড়ে যায় আকাশ পানে, মুগ্ধ খুঁজে ফেরে তার সান্ধ্য পাখিকে।

নাটকটিতে অভিনয় করা সম্পর্কে তারিন বললেন, আমি নিজে একজন অভিনেত্রী। অথচ একজন অভিনেত্রীর চরিত্রেই আমাকে অভিনয় করতে হলো। কাজটা আমি খুব উপভোগ করেছি। আশা করছি নাটকটি দর্শকদেরও ভালো লাগবে।

দাউদ হোসাইন রনির রচনায় ও শামসুদ্দিন খান হিরুর পরিচালনায় এ নাটকে তারিনের বিপরীতে অভিনয় করেছেন সজল। ঈদের চতুর্থ দিন রাত সাড়ে ১১টায় নাটকটি প্রচার করা হবে একুশে টিভিতে।


অপূর্ব
নাটক মেটামরফসিস। লিখেছেন শিবব্রত বর্মণ, পরিচালনা করেছেন দীপঙ্কর দীপন। নাটকে অভিনয় করছেন অপূর্ব। কথা হলো তাঁর সঙ্গে।
দেশের বাইরে কোথাও গিয়েছিলেন নাকি?
সিঙ্গাপুরে গিয়েছিলাম। ৪ নভেম্বর ফিরেছি। ওখানে চেনা মন অচেনা মানুষ টেলিছবির কাজ করেছি। এটি লিখেছেন ফারিয়া হোসেন, পরিচালনা করেছেন মাহবুবা ইসলাম সুমী। সিঙ্গাপুরের স্যান্টোসা, মেরিনা বে, চায়নিজ গার্ডেন, জুরং, অরচার্ড রোডসহ বিভিন্ন লোকেশনে শুটিং করেছি। এখানে আমার সহশিল্পী ছিলেন নিপুণ।
শিগগিরই আর কোথাও যাওয়ার সম্ভাবনা আছে?
হ্যাঁ। ২৯ নভেম্বর রান নামে একটি নাটকের কাজ করার জন্য ব্যাংকক যাচ্ছি। পুরো নাটকের শুটিং হবে ব্যাংককে। এটি লিখেছেন অনিকেত এবং পরিচালনা করবেন এম আর মিজান। গল্পে পুলিশের বিশেষ শাখার একজন কর্মকর্তার সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের যোগাযোগ থাকে। চিত্রনাট্য পড়ে মনে হয়েছে, এবার নতুন এক অপূর্বকে দর্শক দেখতে পাবে।
‘মেটামরফসিস’ নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।
এখানে আমি নিম্নমধ্যবিত্ত পরিবারের ছেলে। টিকে থাকার জন্য সংগ্রাম করতে হয়। একসময় এক ধনী বাবার মেয়ের সঙ্গে প্রেম হয়। দুর্ঘটনায় মেয়েটার মৃত্যু হয় এবং ছেলেটার স্মৃতি হারিয়ে যায়। তার আচরণে পরিবর্তন আসে।
‘মানবজমিন’ নাটকের খবর কী?
আজ (রোববার) রাজেন্দ্রপুরে মানবজমিন নাটকের শুটিংয়ে যাচ্ছি। রাস্তায় প্রচণ্ড জ্যাম। সেখানে সুবর্ণা মুস্তাফা ও রাইসুল ইসলাম আসাদের সঙ্গে আমি অভিনয় করব। নাটকে আমার চরিত্রের নাম আরমান। সামনে আরমানের জীবনে বড় একটা পরিবর্তন দেখানো হবে। মানবজমিন উপন্যাসটা যাঁরা পড়েছেন, তাঁরা ব্যাপারটা ঠিকই বুঝতে পারবেন।
ঈদের জন্য কী কী কাজ করছেন?
এবার ঈদে কয়েকটি নাটক এবং দুটি টেলিছবি দেখানো হবে। সব কটির নাম মনে নেই। এগুলোর মধ্যে শিহাব শাহীনের অ্যাংকর মফিজ নাটকে আমি অপূর্ব নামেই অভিনয় করব। এটি অবশ্য অতিথি চরিত্র। অরণ্য আনোয়ারের অপূর্বর সঙ্গে তাহাদের মধুচন্দ্রিমা নামের আরেকটি নাটকেও কাজ করব। এ ছাড়া ফেরদৌস হাসান, এস এ হক অলিক, সাইফুল ইসলাম মান্নু, চয়নিকা চৌধুরীর নাটকে কাজ করেছি।

Sunday, November 7, 2010

EMON & MONALISA


এই সময় ইমন এবং মোনালিসা





EMON

বড়পর্দায় ব্যস্ত হয়ে ওঠার পর অনেকদিন নতুনপ্রজন্মের নায়ক ইমনকে টিভিতে নতুন কোনো নাটকে অভিনয় করতে দেখা যায় নি। এই ঈদে এনটিভির বিশেষ নাটক ‘টক ঝাল মিস্টি’ -তে তিনি অভিনয় করেছেন।

রুম্মান রশীদ খানের রচনা ও নঈম ইমতিয়াজ নেয়ামুলের পরিচালনায় এ নাটকে ইমনের বিপরীতে অভিনয় করেছেন মোনালিসা। ‘টক ঝাল মিস্টি’ নাটকের বিশেষ চমক হিসেবে একটি অতিথি চরিত্রে অভিনয় করেছেন মডেল নোবেল। আরো অভিনয় করেছেন বাঁধন, পাপিয়া, বিজলী হক প্রমুখ।

জারা ও রায়ান নামের ঝলমলে এক জুটিকে কেন্দ্র করে গড়ে ওঠেছে নাটকটির কাহিনী। দুদিন আগেও তারা ছিল একে অন্যের প্রাণের বন্ধু। বন্ধুত্ব থেকে প্রেম, অতঃপর ওরা বিয়ের পিঁড়িতে বসেছে। কিন্তু পুরনো সম্পর্ককে তো সহজে ভোলা যায় না। রায়ান-জারা যতটা না স্বামী-স্ত্রী, তার চেয়ে বেশি দুই বন্ধু। ঝগড়াঝাটি-খুঁনসুটি নিয়ে টক ঝাল মিষ্টি সম্পর্ক ওদের। একদিন এই ঝগড়ার ছলেই রায়ান জারাকে স্মরণ করিয়ে দেয় বিয়ের আগের কথা। জারার আত্মসম্মানবোধ তখন প্রখর হয়ে ওঠে। রায়ানকে শাস্তি দেয়ার পরিকল্পনা আঁটে। পাল্টাপাল্টি এসএমএস খেলায় মেতে উঠে জারা; তাকে সাহায্য করে তারকা বন্ধু মোনালিসা। জমে ওঠে গল্প। নাটকে মোনালিসা এবং নোবেল তাদের স্বনামেই অভিনয় করেছেন।

রেইনট্রি প্রডাকশনের ব্যানারে খালেদা রিয়াজ প্রযোজিত ‘টক ঝাল মিস্টি’ নাটকটি দেখানো হবে এনটিভিতে ঈদের ৫ম দিন রাত ১১টায়।



MONALISA


খুব বিপদে আছে মোনালিসা। এলাকার তিন তরুণ তার পিছু নিয়েছে। তিনজনই তার প্রেমে দেওয়ানা। মোনালিসা কোমল মনের মেয়ে। তিন যুবকের আচরণে বিরক্ত হলেও কাউকে সে কষ্ট দিতে চায় না। সবার সঙ্গেই সে ভালো ব্যবহার করে। কিন্তু এতে তিন তরুণের মনেই ধারণা জন্মে, মোনালিসা তার প্রেমে পড়েছে।

আসছে কোরবানির ঈদে মোনালিসাকে এভাবেই দেখা যাবে ‘রোমিওরা’ নামের একটি নাটকে। নাটকে তিন প্রেমিক তরুণের ভূমিকায় অভিনয় করেছেন সজল, প্রাণ রায় ও সোহান খান। ইভটিজিংকে সামনে রেখে নাটকটি রচনা করেছেন কামরুল আহসান, পরিচালনায় রয়েছেন কামরুজ্জামান সাগর।

‘রোমিওরা’ নাটকটি প্রসঙ্গে মোনালিসা বলেন, আমি সবসময় বেছে বেছে অভিনয় করি। এই নাটকটির গল্প আমার কাছ বেশ মজার মনে হয়েছে বলেই অভিনয় করা। এতে হাসির নানা ঘটনার মধ্য দিয়ে কিছু সোশ্যাল ম্যাসেজ দেয়া হয়েছে। আমার ধারণা নাটকটি দর্শকদের ভালো লাগবে।


Saturday, November 6, 2010

শাহরুখ শহীদ ফ্যাশন শো

ফ্যাশন ডিজাইনার শাহরুখ শহীদের মৃত্যুর পর রাজধানীতে শাহরুখ শহীদ ফাউন্ডেশন কর্তৃক আয়োজিত ফ্যাশন শো।



Friday, November 5, 2010

ROMANA

Name: ROMANA
Model & Actress



চলচ্চিত্রের টানে টিভি নাটকে অনেক দিন অভিনয় করেননি রোমানা। একসময় তো জানিয়ে দিলেন, ‘টিভি নাটকে আর অভিনয় করছি না।’ তাই রমজানের ঈদে রোমানা অভিনীত কোনো নাটকই দেখা যায়নি। রোমানা এবার তাঁর সিদ্ধান্তের ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছেন। হ্যাঁ, আবার টিভি নাটকে অভিনয় করছেন তিনি। তবে ঢালাওভাবে নয়। কোরবানির ঈদের জন্য একটি নাটকে অভিনয় করছেন তিনি। নাটকের নাম মুহূর্ত।
রোমানা বললেন, ‘বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ততার কারণেই টিভির অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব ছেড়ে দিয়েছি। শুধু ঈদের নাটক আর পরিচালকের অনুরোধেই এবার কাজটা করছি।’
অরুণ চৌধুরীর গল্প অবলম্বনে মুহূর্ত নাটকটি লিখেছেন নজরুল ইসলাম, পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। গত বুধবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকের অন্য শিল্পীরা হলেন আরেফিন শুভ ও সারিকা।

Thursday, November 4, 2010

movie: She amar mon kerese...

New movie: She amar mon kerese...

Shakib khan and tinni


New Film:‘Tomake Chara Bachbo Naa’

New Film:‘Tomake Chara Bachbo Naa’
Sakib Khan & Anika Kabir Shokh
Shokh has already finished shooting her first movie ‘Tomake Chara Bachbo Naa’ in which she is coupled with famed actor of the time Sakib Khan. Asked when her first movie ‘Tomake Chara Bachbo Naa’ is going to be released, Shokh says, ‘We have already completed the shooting. And we did it mainly in Bangkok. It was another great experience of my life. Now, we are to start the dubbing soon. Hope that within this June-July the movie will hit the audience.

Wednesday, November 3, 2010

মনের মানুষ

চঞ্চল চৌধুরী


ফকির লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ নির্মিত ছবি ‘মনের মানুষ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিটি ঢাকা এবং কলকাতায় একযোগে মুক্তি দেয়া হবে আগামী ৩ ডিসেম্বর। মুক্তি পাবার একমাস আগেই লালনের মাজার থেকে শুরু হচ্ছে ‘মনের মানুষ’ ছবিটির বিশেষ প্রচারণা।

ছবিটির অন্যতম প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, ‘মনের মানুষ’ ছবিটির মাসব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। এ কুষ্টিয়ার ছেউড়িয়ার লালনের মাজারে আয়োজন করা হয়েছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন ছবিটির শিল্পী-কলাকুশলী সহ লালনের অনুসারীরা। ঢাকা থেকে এ উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সাংবাদিকদের একটি দলকে নিজস্ব ব্যবস্থাপনায় কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম।

লালনের দর্শন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মনের মানুষ’ অবলম্বেনে ছবিটি নির্মিত হয়েছে। লালন ফকিরের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, পাওলি দাম, সৈয়দ হাসান ইমাম, চঞ্চল চৌধুরী ও আরো অনেকে।

Tuesday, November 2, 2010

ইপশিতা শবনম শ্রাবন্তী


আবার বিয়ে করলেন জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী। তার নতুন বরের নাম খোরশেদ আলম। তিনি বর্তমানে এনটিভির অনুষ্ঠানের জেনারেল ম্যানেজার হিসেবে কর্মরত।
শুরুতে বিয়ের বিষয়টা গুজব মনে হলেও শ্রাবন্তীর ফেসবুকের স্ট্যাস্টাস দেখে বিষয়
টা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। নিজের বিয়ের আনন্দের সংবাদ নিয়ে ফেসবুকে লিখেন : ‘সুস্থভাবে, সুন্দরভাবে ধর্মানুযায়ী পরিবারের দোয়া, ভালোবাসা এবং আদর নিয়ে বিয়ে করে ফেললাম। দোয়া করবেন।’ মজার ব্যাপার হলো, শ্রাবন্তীর বর খোরশেদ আলম শ্রাবন্তীর ফেসবুকের ওয়ালে লিখেছেন, ‘কিরে ভাই, আপনার জামাইয়ের ছবি কই? এটা তো ঠিক নারে ভাই!’
ফোনে যোগাযোগ করলে শ্রাবন্তী বলেন, ২৯ অক্টোবর শুক্রবার রাতে গুলশানে তার বোনের বাসায় এ বিয়ে অনুষ্ঠিত হয়। আনুষ্ঠানিকতা কবে করবেন জানতে চাইলে শ্রাবন্তী বলেন, তিনি এতিমখানায় এতিমদের খাওয়ানোর ব্যবস্থা করবেন।
কীভাবে খোরশেদ আলমের সাথে তার পরিচয় জানতে চাইলে তিনি বলেন, চ্যানেলের মাধ্যমেই তার সাথে পরিচয়। এরপর আস্তে আস্তে সম্পর্ক গভীর হতে থাকে।
তবে এটা শ্রাবন্তীর পরিবারের কাছে তার প্রথম বিয়ে হলেও অনেকের কাছে দ্বিতীয় বিয়ে। কারণ জনপ্রিয় সঙ্গীতশিল্পী পার্থ বড়ুয়ার সাথে তার দীর্ঘদিনের সম্পর্কেরকথা প্রায় সবাই জানেন।

নতুন করে বিয়ের পিঁড়িতে বসলেন জনপ্রিয় টিভি অভিনেত্রী ইপশিতা শবনম শ্রাবন্তী। গত ২৯ সেপ্টেম্বর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের সহকারী অধ্যাপক খোরশেদ আলমের সঙ্গে আনুষ্ঠানিকভাবে ঘর বাঁধেন তিনি। খোরশেদ আলম স্যাটেলাইট চ্যানেল এনটিভির অনুষ্ঠান বিভাগের সঙ্গেও জড়িত আছেন।
শ্রাবন্তীর বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় নির্মাতা সাইফুল ইসলাম মাননুর নিকেতনের বাসায়। মাননু সম্পর্কে শ্রাবন্তীর ভগ্নিপতি।
বিয়ের ব্যাপারে শ্রাবন্তী বলেন, ‘এত দিন যাকে ভাই হিসেবে বলে আসছি, কিছুদিন হলো তাঁকে বর হিসেবে দেখতে হচ্ছে। আবার পরিচিত অনেকে যাঁরা এতদিন আমাকে আপু বলে ডাকতেন, তাঁরা এখন ভাবি বলে ডাকা শুরু করেছেন। বিষয়টা কেমন যেন লাগছে।’
বিয়ের বিষয়টা দুই মাস ধরে গোপন রাখার কারণ হিসেবে শ্রাবন্তী বলেন, ‘আমার শাশুড়ি খুব অসুস্থ। মূলত ওনার জন্যই বিয়ের ব্যাপারটা প্রকাশ করতে চাইনি। তাঁর জন্যই আমি প্রচারমাধ্যমের কাছে কিছু বলিনি। আর আমাদের বিয়েটা পারিবারিকভাবেই হয়েছে। সবাই আমাদের জন্য দোয়া করবেন।’
এদিকে খোরশেদ আলম জানান, ‘মিডিয়ায় কাজ করার কারণে শ্রাবন্তীকে অনেক দিন ধরেই চিনি। তবে পাঁচ মাস ধরেই আমাদের এ পরিচয়টা ভালোলাগায় রূপ নেয়। তার পরই মূলত বিয়ের সিদ্ধান্তটা নিই।’






Monday, November 1, 2010

নাটক


ধারাবাহিক নাটক ‘মকবুল’

Mir Sabbir & Nadia Ahmed
‘কাঁচা গাব পাকা গাব’ এবং ‘বরিশাল বনাম নোয়াখালী’ নাটকের সিক্যুয়েলসহ তিনটি এক ঘণ্টার নাটক পরিচালনার পর এবার ‘মকবুল’ নামের একটি ধারাবাহিক নাটক পরিচালনা করলেন অভিনেতা মীর সাব্বির। এটি তাঁর পরিচালিত প্রথম ধারাবাহিক। কামরুল হাসানের রচনায় নাটকটির চিত্রনাট্যও লিখেছেন মীর সাব্বির নিজেই। এর পাশাপাশি তিনি নাটকটির কেন্দ্রীয় চরিত্রেও অভিনয় করেছেন। গত বছর শীত মৌসুমে নাটকটির শুটিং হয়েছে বরগুনা ও ঢাকার বিভিন্ন মনোরম লোকেশনে। কাল সোমবার থেকে এটিএন বাংলায় রাত নয়টায় ধারাবাহিকটির প্রচার শুরু হবে।
নাটকটির সম্প্রচারকে সামনে রেখে সম্প্রতি রাজধানীর একটি স্থানীয় রেস্তোরাঁয় এর উদ্বোধনী প্রদর্শনীর আয়োজন করা হয়। এতে নাটকের কলাকুশলীসহ এটিএন বাংলার ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
নাটকটি সম্পর্কে অভিনেতা ও পরিচালক মীর সাব্বির বলেন, ‘মকবুল আসলে একটি প্রতীকী নাম। নানা চড়াই-উত্রাইয়ের মধ্য দিয়ে সে এগিয়ে চলে এবং নিজেকে মেলে ধরতে চায়। একই সঙ্গে নানা ঘটনা প্রবাহে মকবুলের সঙ্গে দেখা হয় আরেকজন মকবুলের। এ সাধারণ মকবুল কীভাবে একসময় অসাধারণ মানুষে পরিণত হবে, সেটাই দেখানোর চেষ্টা করেছি আমরা এ নাটকে।’
মীর সাব্বির আরও বলেন, ‘আপাতত মকবুল চরিত্রে আমাকে দেখা গেলেও পরে এতে যোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে জাহিদ হাসান ও ফজলুর রহমান বাবুর।’
এ ধারাবাহিকে মকবুল চরিত্রটিকে ভালোভাবে ফুটিয়ে তোলার জন্য লন্ডন থেকে আনা বিশেষ ধরনের একটি দাঁত ব্যবহার করা হয়েছে বলে জানান মীর সাব্বির।
মীর সাব্বির ছাড়াও নাটকটিতে অন্যদের মধ্যে অভিনয় করছেন—সুইটি, শ্রাবন্তী, নাদিয়া নাজনীন চুমকি, খায়রুল আলম সবুজ, ফারুক আহমেদ, শতদল বড়ুয়া বিলু, আহসানুল হক মিনু, সিদ্দিকুর রহমান, স্বাধীন খসরু, আবদুল্লাহ রানাসহ আরও অনেকে।



জনপ্রিয় অভিনেতা মীর সাব্বিরের চিত্রনাট্য ও পরিচালনায় প্রথম ধারাবাহিক নাটক ‘মকবুল’। এটিএন বাংলা চ্যানেলে ১ নভেম্বর সোমবার থেকে ধারাবাহিকটির প্রচার শুরু হচ্ছে। ৫২ পর্বের এই ধারাবাহিকটি প্রচারিত হবে প্রতি সোমবার রাত ৮টায়।

মীর সাব্বির এর আগে কয়েকটি একক নাটক পরিচালনা করেছেন। প্রথমবার ধারাবাহিক নাটক পরিচালনা প্রসঙ্গে তিনি বলেন, অভিনেতা হিসেবে ধারাবাহিক নাটকগুলো থেকে এতদিন যে অভিজ্ঞতা আর তিক্ততা অর্জন করেছি, তারই প্রথম বহিঃপ্রকাশ ‘মকবুল’। আমি চেষ্টা করেছি এ নাটকের গল্প থেকে শুরু করে চরিত্রবিন্যাস এবং নির্মাণে অতীত অভিজ্ঞতাকে কাজে লাগানোর। তিনি আরও বলেন, ইদানীং ছ্যাবলামি আর ফাজলামোর মাধ্যমে রাবারের মতো আমাদের ধারাবাহিক নাটকগুলোকে টেনে নিয়ে যাওয়া হয়। আমি নিজেও এমন অনেক ধারাবাহিকে অভিনয় করেছি। এই বিষয়টি মাথায় রেখেই প্রথম ধারাবাহিক নির্মাণ করেছি। চেষ্টা করেছি একটু হাসির মধ্য দিয়ে দর্শকের কাছে কিছু সোসাল ম্যাসেজ দিতে। আমার বিশ্বাস নাটক যে জীবনের কথা বলে, ‘মকবুল’ দেখলে সেটা মনে হবে।

একটু বোকা ও গবেট ধরনের তরুণ মকবুল। নাটকের নানা ঘটনাপ্রবাহের মধ্য দিয়ে মকবুলের সঙ্গে দেখা হয়ে যায় আরও দুজন মকবুলের। তাদের মধ্যে নামের যেমন মিল, তেমনি তারা একে অপরের সঙ্গে মনেরও মিল খুঁজে পান। তিন মকবুল একত্রে শুরু করে পথচলা। তারা ঠিক করে অসহায় বঞ্চিত মানুষের পাশে দাঁড়াবে। কিন্তু তাদের সামনে নানা বাধা আসতে থাকে। ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে তারা ডিঙিয়ে চলে বাধার পাহাড়। অতি সাধারণ মকবুলরা দিনে দিনে হয়ে উঠে অসাধারণ চরিত্র। সবার কাছেই তারা স্বীকৃতি পায় আপনজন হিসেবে ।

ধারাবাহিক নাটক ‘মকবুল’-এর তিন মকবুল চরিত্রে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, জাহিদ হাসান এবং মীর সাব্বির। অন্য চরিত্রে অভিনয় করেছেন নাজমুল হুদা বাচ্চু, মিরানা জামান, খায়রুল আলম সবুজ, শ্রাবন্তী, নাদিয়া, নাজনীন চুমকি, সুইটি, ফারুক আহমেদ, আহসানুল হক মিনু, সিদ্দিকুর রহমান, স্বাধীন খসরু, আবদুল্লাহ রানাসহ অনেকে।


এক ঘণ্টার নাটক ‘মাই নেম ইজ পরান

অতি সাধারণ একজন মানুষ পরান। সাধারণ জীবনযাপনের কারণেই তিনি তাঁর পরিবার, স্ত্রী ও কর্মক্ষেত্রে সবার কাছেই গুরুত্বহীন। সরল ব্যক্তিত্বের কারণে প্রতিনিয়ত তিনি পরিবার ও কর্মক্ষেত্রে বিচিত্র সব সমস্যার সম্মুখীন হয়। ছোটবেলা থেকেই সব ভালো কিছু থেকে বঞ্চিত হয়ে তাঁর মধ্যে বিভিন্ন ধরনের ভীরুতার লক্ষণ প্রকাশিত হতে থাকে। একজন অতি সাধারণ মানুষের বিভিন্ন ঘটনা নিয়ে পরিচালক আরিফ এ আহনাফ নির্মাণ করেছেন এক ঘণ্টার নাটক ‘মাই নেম ইজ পরান।’
গতকাল শনিবার রাজধানীর বেইলী রোডে অনুষ্ঠিত হয় নাটকটির প্রাক-প্রদর্শনী। এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাটকটির কলাকুশলীরা।
মাই নেম ইজ পরান নাটকে নাম ভূমিকায় অভিনয় করছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম। তিনি এ নাটকটি সম্পর্কে বলেন, ‘আমাদের সমাজে পরানের মতো মানুষ অনেকেই আছে। আহনাফ নাটকটির মাধ্যমে সেটা যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। এটি ওর দ্বিতীয় নাটক হলেও সে অনেক ভালো করেছে।’
নাটকটি রচনা করেছেন অনিমেষ আইচ। নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শহীদুজ্জামান সেলিম, ইলোরা গওহর, দীপান্বিতা, পরান জহির প্রমুখ। আসন্ন ঈদুল আজহায় নাটকটি যেকোনো একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে প্রচারিত হবে।