S D RUBEL

Friday, November 5, 2010

ROMANA

Name: ROMANA
Model & Actress



চলচ্চিত্রের টানে টিভি নাটকে অনেক দিন অভিনয় করেননি রোমানা। একসময় তো জানিয়ে দিলেন, ‘টিভি নাটকে আর অভিনয় করছি না।’ তাই রমজানের ঈদে রোমানা অভিনীত কোনো নাটকই দেখা যায়নি। রোমানা এবার তাঁর সিদ্ধান্তের ব্যাপারে কিছুটা নমনীয় হয়েছেন। হ্যাঁ, আবার টিভি নাটকে অভিনয় করছেন তিনি। তবে ঢালাওভাবে নয়। কোরবানির ঈদের জন্য একটি নাটকে অভিনয় করছেন তিনি। নাটকের নাম মুহূর্ত।
রোমানা বললেন, ‘বড় পর্দায় কাজ নিয়ে ব্যস্ততার কারণেই টিভির অনেক নাটকে অভিনয়ের প্রস্তাব ছেড়ে দিয়েছি। শুধু ঈদের নাটক আর পরিচালকের অনুরোধেই এবার কাজটা করছি।’
অরুণ চৌধুরীর গল্প অবলম্বনে মুহূর্ত নাটকটি লিখেছেন নজরুল ইসলাম, পরিচালনা করছেন চয়নিকা চৌধুরী। গত বুধবার থেকে নাটকটির শুটিং শুরু হয়েছে। নাটকের অন্য শিল্পীরা হলেন আরেফিন শুভ ও সারিকা।

No comments:

Post a Comment