S D RUBEL

Thursday, November 11, 2010

রন্টি দাস

রন্টি দাস

অভিনয়ে এবার নাম লেখালেন ক্লোজআপ ওয়ান তারকা রন্টি দাস। ঈদুল আজহা উপলক্ষে নির্মিত ‘গানের মাস্টার’ নাটকে তিনি অভিনয় করছেন। মাসুম রেজার রচনা ও আরিফ খানের নির্দেশিত এ নাটকে রন্টিকে একজন সংগীতশিল্পী হিসেবেই দেখা যাবে।
গতকাল মঙ্গলবার থেকে নাটকটির শুটিংয়ে অংশ নিয়েছেন রন্টি। নাটকে অভিনয় প্রসঙ্গে রন্টি বলেন, ‘আমাদের পরিবারের কেউই অভিনয়ের সঙ্গে জড়িত নয়। সবাই গানকেই প্রাধান্য দিয়েছি সব সময়। গান ছাড়া যে অন্যকিছু করব, এমনটিও কখনো ভাবিনি। তবে ক্লোজআপ ওয়ানের মাধ্যমে গানের জগতে আসার পর অনেকগুলো নাটকের প্রস্তাব এসেছিল। কিন্তু “ব্যাটে-বলে” না মেলার কারণে অভিনয়টা করা হয়নি। তবে এবারের গল্পটি শুনে আমার কাছে অসাধারণ মনে হয়েছে। তাই নাটকটি করতে রাজি হয়ে গেলাম। তা ছাড়া নাটকটিতে অনেক স্বনামধন্য অভিনেতাদের সঙ্গে কাজ করার সুযোগ হবে। এ সুযোগও হাতছাড়া করতে চাইনি।’
রন্টি আরও বলেন, ‘প্রথম দিন যখন শুটিং করি, তখন বেশ ভয়ে ভয়ে ছিলাম। তারপর শুটিং-সংশ্লিষ্ট সবার সহযোগিতায় সেটা দূর করতেপেরেছি। তবে এখন অভিনয়টা ভালোই উপভোগ করছি। এই নাটকটা করতে গিয়ে আমার গানের গুরুর কথা খুব মনে পড়ছে। গানে আমার সাফল্যে তিনি খুব খুশি হয়েছিলেন।’
নাটকটি প্রসঙ্গে পরিচালক আরিফ খান বলেন, ‘নাটকের গল্পটা ট্যালেন্ট হান্ট থেকে উঠে আসা একজন সংগীতশিল্পী এবং তাঁর গুরুকে নিয়ে। রন্টিকে আমার কাছে মনে হয়েছে সে ভালোই করবে। এখন পর্যন্ত টুকটাক সমস্যা ছাড়া বেশ ভালোভাবেই শুটিং করছে সে।’
নাটকটিতে রন্টির গুরুর ভূমিকায় অভিনয় করছেন আবুল হায়াত। এ ছাড়া আরও অভিনয় করছেন প্রিসিলা পারভীন, সুব্রত প্রমুখ।

No comments:

Post a Comment