S D RUBEL

Saturday, November 27, 2010

বংলাদেশের মুস্তফা প্রকাশ

মুস্তফা প্রকাশ


বংলাদেশের প্রকাশ ।অভিনয় করেছেন ভারতিয় বাংলাছবি নটবর নটআউডটে।এটী পরিচালনা করেছেন অমিত সেন। ছবির নামভূমিকায় অভিনয় করেছেন ঢাকার ছেলে মুস্তফা প্রকাশ।সুদশন প্রকাশের অবশ্য বাংলাদেশী ছবিতে অভিনয় করার ইচ্ছা।এ প্রসংগে প্রকাশের অভিমত, নিজের দেশে কাজ করার অনুভূতিটাই অন্য রকম হবে।এখন তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাটক নাট্যতত্ত্ব বিভাগে চূড়ান্ত পর্বে পড়ছেন। মুহূর্তে পরীক্ষার প্রস্তুতি নিয়ে কিছুটা ব্যস্ত আছেনআমরা আসাকরি পড়ালেখার পাঠ চুকিয়ে তিনি বাংলা চলচ্চিত্রে নিয়মিত হবেন, সম্বৃদ্ধ হবে আমাদের চলচ্চিত্র।

No comments:

Post a Comment