S D RUBEL

Wednesday, November 3, 2010

মনের মানুষ

চঞ্চল চৌধুরী


ফকির লালন সাঁইয়ের জীবন ও দর্শন নিয়ে খ্যাতিমান পরিচালক গৌতম ঘোষ নির্মিত ছবি ‘মনের মানুষ’। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিটি ঢাকা এবং কলকাতায় একযোগে মুক্তি দেয়া হবে আগামী ৩ ডিসেম্বর। মুক্তি পাবার একমাস আগেই লালনের মাজার থেকে শুরু হচ্ছে ‘মনের মানুষ’ ছবিটির বিশেষ প্রচারণা।

ছবিটির অন্যতম প্রযোজনা সংস্থা ইমপ্রেস টেলিফিল্ম সূত্রে জানা গেছে, ‘মনের মানুষ’ ছবিটির মাসব্যাপী প্রচারণা কার্যক্রম শুরু হচ্ছে আগামী ৪ নভেম্বর থেকে। এ কুষ্টিয়ার ছেউড়িয়ার লালনের মাজারে আয়োজন করা হয়েছে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠান। এতে উপস্থিত থাকবেন ছবিটির শিল্পী-কলাকুশলী সহ লালনের অনুসারীরা। ঢাকা থেকে এ উপলক্ষে বিভিন্ন সংবাদমাধ্যম থেকে সাংবাদিকদের একটি দলকে নিজস্ব ব্যবস্থাপনায় কুষ্টিয়ায় নিয়ে যাচ্ছে ইমপ্রেস টেলিফিল্ম।

লালনের দর্শন নিয়ে সুনীল গঙ্গোপাধ্যায়ের উপন্যাস ‘মনের মানুষ’ অবলম্বেনে ছবিটি নির্মিত হয়েছে। লালন ফকিরের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ছবিটিতে অন্যান্য চরিত্রে অভিনয় করেছেন চম্পা, রাইসুল ইসলাম আসাদ, পাওলি দাম, সৈয়দ হাসান ইমাম, চঞ্চল চৌধুরী ও আরো অনেকে।

No comments:

Post a Comment