S D RUBEL

Tuesday, December 14, 2010

আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব

সামনের জানুয়ারিতে ঢাকায় শুরু হচ্ছে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসব এখানে দেখানোর জন্য নির্বাচিত হয়েছে টেলিছবি স্বপ্নঘুড়ি।স্বপ্নঘুড়ির কাহিনি এক কিশোরের চাওয়া পাওয়া নিয়ে।

আমাদের দেশে শিশুদের নিয়ে খুব কম ছবিই তৈরি হয়। সেক্ষেত্রে আমাদের দেশে আন্তর্জাতিক শিশু চলচ্চিত্র উৎসবএকটি গুরুত্ব পূন্য অধ্যায়।

টেলিছবি স্বপ্নঘুড়ি

পরিচালকঃ বৃত্বা রায় দীপা

অভিনয়ঃ রোকেয়া প্রাচী, ঋদ্ধ অনিন্দ্য, বাকার বকুল

No comments:

Post a Comment