S D RUBEL

Thursday, December 16, 2010

চ্যানেল আই সেরা কণ্ঠ ২০১০

অনুষ্ঠিত হয়ে গেল চ্যানেল আই সেরা কন্ঠের ফাইনাল। এ বার বিজয়ের মুকুট পরেছেন তাঞ্জিম শরিফ, প্রথম রানারআপ তাহসিন সাবা এবং যৌথ ভাবে ২য় রানারআপ খেয়ালি কর্মকার মেহেদী হাসান। আমাদের দেশের টিভি চ্যানেল গুলোই এখন নানা ধরনের প্রতিযোগিতামুলক অনুষ্ঠানের আয়োজন দখা যায়। এটি অবশ্যই প্রশংসার যোগ্য, কিন্তু এ অনুষ্ঠানের মাধ্যমে যে প্রতিভা গুলো উঠে আসে তাদের মধ্য দু একজন বাদে বাকিরা তাদের প্রতিভা বিকশিত করতে সক্ষম হয় না। আমাদের এর কারন অবশ্যই খুজে দেখা প্রয়োজন। আর আমদের দেশের এ সব প্রতিভা গুলিকে শুধু দেশের গন্ডির মধ্যে সিমাবদ্ধ রাখলে চলবে না। এ সমস্ত প্রতিভা দ্বারা,আমাদের চলচিত্র, সংগিত, শিল্পকলাকে আন্তজাতিক মান সম্পন্ন করে তুলতে হবে। তবেই আমাদের দেশ অথ্যনৈতিক ভাবে মাথা তুলে দাড়াঁতে সক্ষম হবে। আর বিশ্বশিল্প বাজারে যখন আমরা আমাদের জায়গা করে নিতে পারব ,তখন আমাদের শিল্পীসমাজকে দেশীও অথ্যনীতির উপর নির্ভর করতে হবে না।উপরন্তু তারা দেশকে এনে দিবে প্রচুর বৈদেশিক মুদ্রা। আমরা চেঁয়ে আছি সে পথের দিকেই…

চ্যাম্পিয়ন তাঞ্জিম শরিফ, প্রথম রানারআপ তাহসিন সাবা এবং যৌথ ভাবে ২য় রানারআপ খেয়ালি কর্মকার মেহেদী হাসান।



অনুষ্ঠানে দেশ বরেন্য দুই শিল্পি রুনা লাইলা এবং সাবিনা ইয়াসমিন...
এ প্রজন্মের জনপ্রিয় নিরব ও শারিক...

জনপ্রয় চিত্র নায়িকা দয়ে...

No comments:

Post a Comment