জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০০৯ এর জন্য মোট ২৪টি ছবি জমা পরেছে। ৭ ডিসেম্বর থেকে তথ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাফিজুর রহমানের সভাপতিত্বে ১১ জন সদস্য ছবিগুলো দেখছেন। যে সমস্ত ছবি গুলি জমা পড়েছে সেগুলি হলঃ **থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার** ** মনপুরা * * **গঙ্গাযাত্রা* * **সাহেব নামের গোলাম** **আমার প্রাণের প্রিয়া** **এবাদত** **ভালোবেসে বউ আনব** **রিটার্ন টিকিট** **মা বড় না বউ বড়** বলবকথা বাসর ঘরে **বৃত্তেরবাইরে**স্বামী-স্ত্রীরওয়াদা**,রূপান্তর** **মন যেখানে হূদয় সেখানে** **ভালোবাসার লাল গোলাপ** **চাঁদের মতো বউ** **মন বসে না পড়ার টেবিলে** **প্রিয়তমেষু** **শ্রমিকনেতা****মায়ের হাতে বেহেস্তের চাবি** **কাজের মানুষ** **নীল আঁচল** **মন ছুঁয়েছে মন** **বন্ধু মায়া লাগাইছে**।
জানা গেছে, আগামী বছরের জানুয়ারি মাসের দ্বিতীয় সপ্তাহ পর্যন্ত ছবিগুলো দেখবেন জুরি বোর্ডের সদস্যরা।
জানুয়ারি মাসের শেষ সপ্তাহে তথ্য মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে ফলাফল তুলে দেওয়া হবে।
এরপর প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার তুলে দেবেন বিজয়ীদের হাতে।
ছবিঃ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার
ছবিঃ মনপুরা
ছবিঃ রুপান্তর
ছবিঃ গঙ্গাযাত্রা
ছবিঃ আমার প্রানের প্রিয়
ছবিঃ বলবো কথা বাসর ঘরে
ছবিঃ মা বড় না বউ বড়
ছবিঃ মন বসে না পড়ার টেবিলে



No comments:
Post a Comment