বাংলাদেশ স্বাধীন হওয়ার পর আমাদের দেশে মুক্তিযুদ্ধ নিয়ে কিছু চলচিত্র তৈরি হয়েছিল যেমন, ওরা এগারো জন, আবার তোরা মানুষ হ ,আলোর মিশিল ইত্যাদি। তখন ছবি গুলো মানুষের মনে দাগ কেটেছিলো। এখন ও ছবি গুলো আমাদের আবেগ কে স্পষ্ করে। কিন্তু পরবর্তী কালে মুক্তিযুদ্ধ নিয়ে এত কম ছবি তৈরি হয়েছে যে, প্রতি বছর বিজয় দিবস এবং স্বাধীনতা দিবসে পুরানো ছবি গুলোই ঘুরিয়ে ফিরিয়ে দেখানো হয়। এতে করে নতুন প্রজন্ম মুক্তিযুদ্ধ ভিত্তিক ছবির প্রতি আগ্রহ হারিয়ে ফেলছে। ফলে তারা মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানা থেকে বঞ্ছিত হচছে।আমাদের দেশে এখন বানিজিক ছবি যারা নিরমান করেন তারা মুক্তিযুদ্ধ নিয়ে ছবি বানাতে চান না , কারন এতে মুনাফা লাভের আশা নেই। এর বাইরে যারা বিকল্প ধারার ছবি তৈরি করেন বা সরকারি অনুদান নিয়ে মুক্তিযুদ্ধের ছবি বানান তারা চেষ্টা করেন কিছু করার।কিন্তু তাদের নিজস্ব বাজেট , সরকারি অনুদানের পরিমান এতো কম যে ইচ্ছা করলেও মন মত ছবি তৈরি করা সম্ভব হয় না।
চিত্রা নদীর পারে ছবিটি মুক্তি পায় ১৯৯৯ সালে
ছবিটি পরিচালনা করেন তানভির মকাম্মেল
এ ছবিতে অভিনয় করেন মমতাজুদ্দিন আহমেদ, তৌকির আহমেদ, সুমিতা দেবি, রউসন জামিল,আফসানা মিমি সহ আরও অনেকে।
মাটির ময়না মুক্তি পায় ২০০৭ সালে
মাটির ময়না পরিচালনা করেন তারেক মাসুদ ও কাথ্রিন মাসুদ
এর কলাকুশলীরা হলেনঃ জায়ান্তা চ্যাটাজী,নুরুল ইসলাম বাবলু, রকেয়া প্রাচি, রাসেল ফারাজী আরও ওনেকে।
জয় যাত্রা ছবিটি মুক্তি পাই ২০০৪ সালে
এটি পরিচালনা করেন তৌকির আহমেদ
ছবির কলাকুশলীরা হলেনঃ মাহফুজ আহমে, হুমায়ুন ফারিদি, চাঁদনী, আজিজুল হাকিম, তারিক আনাম খান, আবুল হায়াত, বিপাশা হায়াত সহ আরও অনেকে।
No comments:
Post a Comment