দারুচিনি দ্বীপ ইন্দোনেশিয়ার বালি আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে জুরি পুরস্কারে সেরা ছবি হিসেবে স্বীকৃতি লাভ করেছে।‘গত ২৭ নভেম্বর এই পুরস্কার লাভ করেছে দারুচিনি দ্বীপ।তৌকির আহমেদ পরিচালিত দারুচিনি দ্বীপ বাংলাদেশে প্রচুর দশক্ প্রিয়তা পায়।ছবিটি নিবেদন করেছিল লাক্স ইন্টারন্যাশনাল এবং লাক্স-চ্যানেল আই বিজয়ীরা এই ছবিতে অভিনয় করেছিলেন।এতে অভিনয় করেন মম, বিন্দু, মোশাররফ করিম, ইমন, আসাদুজ্জামান নূরসহ আরও আনেকে।
No comments:
Post a Comment